মঠবাড়িয়ায় স্বাস্থ্য বিধি মেনে শুরু হয়েছে সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
এ বছর মঠবাড়িয়ার পৌরসভাসহ ১১ ইউনিয়নে ৯৩টি মন্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে এ শারদীয় উৎসব উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে সরকারি নির্দেশিত নিয়ম কানুন মেনে পালন করতে হবে এ উৎসব। এতে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এবং ব্যাপকভাবে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নের দেখভাল করবেন।
মঠবাড়িয়ায় ৯৩টি মন্ডপের মধ্যে পৌরসভায় ১২টি, তুষখালী ইউনিয়নে ১১টি, ধানীসাফায় ০৪টি, মিরুখালী ইউনিয়নে ১১টি, দাউদখালী ইউনিয়নে ০৭টি, মঠবাড়িয়া সদর ইউনিয়নে ০৫টি, টিকিকাটায় ১৩টি, বেতমোর রাজপাড়ায় ০২টি, আমড়াগাছিয়ায় ০৮টি, সাপলেজা ইউনিয়নে ১০টি, হলতা গুলিসাখালী ইউনিয়নে ০৬টি ও বড়মাছুয়ায় ০৪টি পুজামন্ডপ রয়েছে।
মঠবাড়িয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল জানান, শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে হিন্দু-মুসলমানের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনও দায়িত্ব পালন করছেন। এবছর সরকার নির্দেশিত নিয়ম কানুন মেনে শারদীয় দুর্গাপূজা উৎযাপন করা হবে।
অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।