পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সোমবার বিকেলে আনন্দ র্যালি ও রাতে আজিমুশ্বান মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতে যুব হিজবুল্লাহর পিরোজপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মো. ওবায়দুল্লাহ।
উপজেলা জমিয়তে হিজবুল্লাহর উদ্যোগে মঠবাড়িয়া মডেল জামে মসজিদ চত্বরে আজিমুশ্বান মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশনের গভর্ণর আল্লামা ড. কাফিলুদ্দিন সরকার সালেহী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর নবোদয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সানাউল্লাহ নেছারী, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান ও মাওলানা এবিএম ইদ্রিস, দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শাহ জালাল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি আরিফ উল হক, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।
প্রধান অতিথি কাফিলুদ্দিন সরকার সালেহী তার বক্তব্যে বলেন, দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির দিশা হতে পারে আমাদের প্রত্যেকের জীবনে রাসুল (স.) এর ৬৩ বছরের উত্তম আলোকিত জীবন চরিত্র। সে অমূল্য পরশ পাথরের ছোঁয়ায় কেয়ামতের কঠিন দিবসে কল্যাণ্যের একমাত্র দিশা হতে পারে। এসময় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) রাষ্ট্রীয় ভাবে ঘোষনা দেয়ায় মাহমান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও তাদের দীর্ঘায়ূ কামনা করেন তিনি।