বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বরগুনার পাথরঘাটায় ফাইজারের টিকা নিয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ

আরও পড়ুন

বরগুনার পাথরঘাটায় ফাইজারের টিকা নেওয়ার পর ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

তারা সবাই শ্বাসকষ্টে ভুগছে। বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান এ তথ্য জানিয়েছেন।

অসুস্থ সবাই পাথরঘাটার কয়েকটি কলেজের শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থী ও স্বজনরা জানিয়েছেন, সকালে করোনা টিকা দেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা টিকাদান কেন্দ্রে যায় তারা। এই টিকা নেওয়ার পর ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অসুস্থ শিক্ষার্থীরা জানান, আমরা টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমাদের টিকা দেওয়ার পর হালকা মাথা ঝিম ঝিম করলে পাশে গিয়ে বসি। এরপর প্রবল শ্বাসকষ্ট দেখা দেয় আমাদের।

হাসপাতালে গিয়ে দেখা যায়, অসুস্থ হওয়া ১৮ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন বলেন, অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে সবাই সুস্থ হয়ে উঠছে। শ্বাসকষ্টে যারা ভুগছেন, তাদের অক্সিজেন দেওয়া হয়েছে।

ডা. মারিয়া হাসান বলেন, ‘শিক্ষার্থীদের অসুস্থতার সঙ্গে টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে আমার ধারণা।

অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক পর্যবেক্ষণ করে অসুস্থ হওয়ার কারণ খতিয়ে দেখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল আসবেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ