বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাণ্ডারিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর উপজেলার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি সুনীল কৃষ্ণ চক্রবর্তী।
সংগঠনের ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার এবং প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা শাখার সিনিয়র সদস্য গৌর নারায়ণ চৌধুরী, বাবুল হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, সাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর হালদার, কোষাধ্যক্ষ দিপংকর মাতা মিন্টু, দপ্তর সম্পাদক বিনয় রায় ও সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বসু ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এবং সচীন কর্মকার সাধারণ সম্পাদক ও চন্দ্র শেখর সিকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।