বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আরও পড়ুন

বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে হাত-পা ও মুখ বেঁধে একটি ইজিবাইক, নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গতকাল রোববার রাত ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার রাত ৯টায় উপজেলার বাইপাস সড়ক থেকে আগৈলঝাড়া থানা-পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালককে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইজিবাইক চালক গৌরনদী উপজেলার কুতুরপুর গ্রামের মৃত ফরহাদ চৌকিদারের ছেলে সজিব চৌকিদার (১৮)।

ভুক্তভোগীর ভাই রাশেদ চৌকিদার বলেন, ‘আমার ভাই তিন মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের মতো রোববার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর রাতে জানা যায় তাঁকে পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’

ইজিবাইক চালক সজিব চৌকিদার বলেন, ‘যাত্রীবেশে ৪ জন ব্যক্তি আমাকে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে আমাকে একটি প্রাইভেটকারে হাত-পা ও মুখ বেঁধে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।’

এ সময় স্থানীয়রা থানা-পুলিশকে খবর দিলে উপপরিদর্শক মিলটন মণ্ডল ঘটনাস্থল থেকে ওই ইজিবাইক চালককে উদ্ধার করে। এরপর তাঁকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার বলেন, অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে একের পর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ