বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ ‘রেহানা মরিয়ম নূর’

আরও পড়ুন

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের সংক্ষিপ্ত তালিকায় স্থান হলো না বাংলাদেশি পরিচালক আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ থেকে জমা পড়েছিল চলচ্চিত্র। এ তালিকায় ছিল বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ সিনেমায় রেহানা চরিত্রে অভিনয় করেছেন আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সিনেমায় দেখা যায়, সিঙ্গেল মাদার রেহানা একটি বেসরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সন্তানসহ বাবা, মা ও ভাইয়ের দেখাশোনাসহ পরিবারের সবই করতে হয় তাকে। এর মধ্যেই, যৌন হয়রানির শিকার ছাত্রীর পক্ষে তারই এক সহকর্মীর বিরূদ্ধে প্রতিবাদ করেন রেহানা। একই সময়ে তার মেয়ের স্কুল কর্তৃপক্ষ এক বিশেষ কারণে বেশ খারাপ আচরণ করে তার সাথে। সব মিলিয়ে এক জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব্যের ভেতর দিয়ে এগিয়ে যায় ‘রেহানা মরিয়ম নূর’ এর গল্প।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ