কক্সবাজারে পর্যটক নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর শাখা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি শহরের লালদীঘির পাড়ে কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে পর্যটন স্পটগুলোর নিরাপত্তা জোরদার, ছিনতাইসহ অপরাধ প্রবণতা প্রতিরোধ ও পর্যটক হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি জয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুক্তাদিল জয়, শহর সংসদের সাধারণ সম্পাদক নিলয় দাশ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক বাবলু দে।
এ সময় বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।