সমাজসেবা অধিদপ্তরের অধীনে তৃতীয় শ্রেনীর সমাজকর্মী (ইউনিয়ন) রাজস্ব পদে শুক্রবারের (২৪ ডিসেম্বর) লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে সমাজসেবা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
এর আগে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৮ ডিসেম্বর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ওই লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু সেই পরীক্ষাও স্থগিত করা হলো।