বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মঠবাড়িয়ায় সাবেক ২ এমপিসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গ্রেফতার রফিউদ্দিন আহমেদ ফেরদৌস

আরও পড়ুন

অনলাইন ডেস্কঃ বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারমান রিয়াজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারমান আরিফুর রহমান সিফাত,৩ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামি করা হয়েছে। পূর্বে আরও এক মামলা হয়েছে সেখানেও সাবেক এমপি শামীম শাহনেয়াজ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ১৫০ নেতা কর্মী রয়েছে৷

উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা ফকর উদ্দিন আহম্মেদের ছেলে লাভু তার এজাহারে অভিযোগ করেন, পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই রাতে আওয়ামী লীগ নেতারা অগ্নিসংযোগ ও ভাংচুর করেন।

অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল এজাহারে অভিযোগ করেন, তার বাড়ি গত ২২ মার্চ বিকেল আওয়ামী লীগ নেতারা ভাংচুর ও লুটপাট করেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতে উত্তরা থেকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার গ্রেফতার রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলি আদালতে হাজির করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ