বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মঠবাড়িয়ায় তিন দিন ব্যাপী রাস উৎসব সমাপ্ত

আরও পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম উপজেলা শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী রাস উৎসব সমাপ্ত হয়েছে।

গত বুধবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত। বাংলাদেশ সেবাশ্রম উপজেলা শাখার সভাপতি বাবুল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শফিকুর রহমান, পুজা উৎযাপন পরিষদের সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, সেবাশ্রম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জীব সমাদ্দার লিটন প্রমুখ। এছাড়া খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়নার সহধর্মিনী শ্রী নন্দিতা রায়না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ