বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সিলেটে পরিবহন ধর্মঘট ‘আপাতত স্থগিত’

আরও পড়ুন

আগামী ৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে সিলেটের পরিবহন ধর্মঘট।

সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার।

তিনি বলেন, ‘আজ (সোমবার) রাতে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সঙ্গে ফেডারেশন নেতৃবৃন্দের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

আবু সরকার আরও বলেন, ‘বিভাগীয় কমিশনার আমাদের দাবি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।’ ‘তবে দাবি মানা না হলে আগামী ৫ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।’

৫ দফা দাবি আদায়ে এর আগে গতকাল সোমবার ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে চরম দুর্ভোগে পড়েন এসএসসি ও স্নাতক পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ