বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার বিদেশে প্রেরণের দাবীতে মঠবাড়িয়ায় বৃহস্পতিবার যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে।
পুলিশি বাধার মুখে মিছিল করতে না পেরে নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, বিএনপি নেতা সালাহউদ্দিন ফারুক, জসিম ফরাজি, যুবদল নেতা তাহসিন জামান রোমেল, রিপন মুন্সী, জাহাঙ্গীর হোসেন বাদল, রিয়াজুল ইসলাম প্রমুখ।