বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কাপড়ের লাগেজে গাঁজা, চট্টগ্রামে যুবতী গ্রেফতার

আরও পড়ুন

নগরের আকবরশাহ থানার সিটি গেট চেকপোস্টে চট্টগ্রামমুখী সৌদিয়া বাস থেকে মারজান আক্তার (২৯) নামে এক যুবতীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, পলাতক একাধিক মামলার আসামি মো. মানিকসহ দম্পতি সেজে ট্রলিব্যাগে গাঁজা চৌদ্দগ্রাম থেকে আনে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিটি গেট এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে চট্টগ্রামমুখী সৌদিয়া বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৩৩৭) এর যাত্রী মারজান আক্তারকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ট্রলি ব্যাগের লাগেজে ভর্তি করে গাঁজা আনেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ