বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

২৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

গ্রেফতারকৃতরা হলো জানে আলম ওরফে জনি, জসিম উদ্দিন ও মোঃ আলিনুর।

আরও পড়ুন

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো জানে আলম ওরফে জনি, জসিম উদ্দিন ও মোঃ আলিনুর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) বিকাল ০৪:৩৫ টায় রমনার বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনি, জসিম উদ্দিন ও আলিনুর নামের তিনজনকে গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২৫০০ পিস ইয়াবা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এর নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ