বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রানওয়েতে বিমানের ধাক্কায় গরুর মৃত্যু, ৪ আনসার প্রত্যাহার

আরও পড়ুন

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের পাখার সঙ্গে গরুর সংঘর্ষের ঘটনায় ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগে রানওয়ের আশেপাশে চরা দু’টি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

ওইদিন বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে ১৭ নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ