বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মতিঝিলে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ সামসুদ্দোহা ওরফে সুজন ।

মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) রাত ৯:১০ টায় মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করার জন্য মতিঝিল থানার ফকিরাপুল বক্স কালভার্ট রোডের মর্ডান ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ সুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

খবর ডিএমপি নিউজ এর।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ