বলিউডের অন্যতম হিট জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সমস্ত বাধা বিপত্তি, বিতর্ক অতিক্রম করে কয়েক দশক ধরে একসঙ্গে রয়েছেন তারা।
সম্প্রতি রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০ তম পর্বের শুটিং হলো। সেখানে কন্যা শ্বেতা নন্দা এবং নাতনি নভ্য নাভেলি নন্দার সঙ্গে শুটিং করেন বিগ বি।
ভার্চুয়ালি অংশ নিয়েছেন জয়া বচ্চনও। তখনই ঘটে গেছে মজার এক ঘটনা।
জয়া বচ্চন ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছিলেন শোতে। সেখানেই অভিনেত্রী অভিযোগ করে বলেন, ‘অমিতাভকে ফোন দিয়ে দেখুন, তিনি কখনই ফোন ধরেন না।’
জয়ার এমন অভিযোগের উত্তরে অমিতাভ বলেন, ‘ইন্টারনেট আসা-যাওয়া করলে আমি কী করবো ভাই!’
অমিতাভের এই কথার জবাবে শ্বেতা বচ্চন জয়ার পক্ষ নিয়ে মজা করে বলেন, ‘কী আর করবেন, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করবেন, টুইট করবেন।’
নভ্যও জয়াকে সমর্থন করে অমিতাভকে প্রশ্ন করেন, যখন তারা সকলে পার্লার থেকে ফেরেন বিগ বি জয়াকে বলেন যে তাকে খুব সুন্দর লাগছে। সেটা সত্যি বলেন তো? সঙ্গে সঙ্গে জয়ার দিকে তাকিয়ে অমিতাভ বলে ওঠেন, ‘জয়া কত সুন্দর লাগছে আপনাকে!’
কিন্তু মুখ ব্যাজার করে অভিনেত্রী বলেন, ‘মিথ্যা বলার সময় আপনাকে দেখতে একটুও ভালো দেখায় না।’
তার কথা শুনে হাসির রোল ওঠে মঞ্চে। এরপর হেসে ফেলেন জয়া নিজেও।
২০০০ সালে শুরু হয়েছিল কেবিসির পথচলা। মাঝে কেটে গিয়েছে ২১ বছর। কিন্তু কেবিসি নিয়ে দর্শকদের উন্মাদনা কমেনি একটুও।