নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে র্যাবের এক বার্তায় জানানো হয়, র্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়।
ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেফতার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র্যাবের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান।
র্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছে।
সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িতে ভোর থেকেই ঘিরে রাখা ছিল।
র্যাবের পাশপাশি স্থানীয় পুলিশও সেখানে অবস্থান নিয়েছে।