বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

ভোলায় আলোচিত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি জামাল উদ্দিন ওরফে চকেট জামালকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে তাঁকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে জামাল উদ্দিনকে ভোলায় আনা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।

জানা যায়, গত ১১ নভেম্বর দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী ডাক্তার নাসির উদ্দিন নান্নু বিজয়ী হন। তিনি বিজয়ী হওয়ার পর গত ২৬ নভেম্বর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমাবেশ ও দাওয়াত খেতে তাঁর নেতা–কর্মীসহ লোকজন মদনপুর চরে যান। দুপুরের দাওয়াত খেয়ে বিকেলে ডাক্তার নাসির উদ্দিন নান্নু ও তাঁর কর্মীসহ প্রায় ৬০ / ৭০ জন মদনপুর থেকে নাসির মাঝি ঘাটের উদ্দেশ্যে ট্রলারে করে ফিরছিলেন। এ সময় স্পিডবোট থেকে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু। এ ঘটনায় আবদুল খালেক, হারুনসহ অন্তত আরও ৩ জন আহত হয়েছেন। চকেট জামাল গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্নু চেয়ারম্যান।

খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় জামাল উদ্দিন চকেটকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হানিফ ভুট্টু। পুলিশ ওই দিন রাতেই আবুল বাশার নামের একজনকে গ্রেফতার করেন। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহত টিটুর পরিবারসহ আওয়ামী লীগের একটি গ্রুপ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে আজ পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ