রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আতিয়ার রহমান, ফরিদ আলী, মোঃ ইমন, রাতুল ওরফে গেনেট রাতুল ও রানা মাতুব্বর। এসময় তাদের হেফাজত হতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তাফা আনোয়ার ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কামরাঙ্গীরচর থানার মোহাম্মদনগর এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে রাতুল ও রানাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬:৪০টায় মুন্সিহাটি এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আতিয়ার, ফরিদ ও ইমনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।
খবরঃ ডিএমপি নিউজ