বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

একাই ভারতের ১০ উইকেট তুলে নিলেন প্যাটেল

আরও পড়ুন

ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে একাই ১০ উইকেট তুলে নিলেন নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেল। নিজের জন্মস্থান মু্ম্বাইতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই কৃতী গড়লেন তিনি।

তার বিধ্বংসী বোলিংয় ভারত অলআউট হয়েছে ৩২৫ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ১৫০ রান এসেছে আগারওয়ালের ব্যাট থেকে।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের যে চারটি উইকেটের পতন ঘটেছিল তার সবকটি নিয়েছিলেন তিনি। এরপর আজ দ্বিতীয় দিনে তুলে নিলেন ভারতের বাকি ছয় উইকেট। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন প্যাটেল। ৪৭ দশমিক ৫ ওভারে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছে আজাজ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসেই দশ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন আরও দুজন। তাদের পাশেই নাম লেখালেন প্যাটেল। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের জিম লেকার। পরে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নেন ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে। চলতি শতকে প্রথম বোলার হিসেবে লেকার-কুম্বলের দলে যোগ দিলেন এজাজ। যিনি হয়তো খেলতে পারতেন ভারতের হয়েই।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ