প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার পর মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরু হতে পারেনি বৃষ্টির কারণে।
খেলা শুরু হতে দেরি
সকাল সোয়া ৯টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের। তবে বৃষ্টির কারণে তারা মাঠেই নামতে পারেননি। দিনের খেলা শুরু হতে তাই দেরি হচ্ছে নিশ্চিতভাবেই।
দিনের শুরুতেই আঁধার
আগের দিনটি শেষ হয়েছিল যেখানে, নতুন দিনের শুরু যেন সেখান থেকেই। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। চারপাশ অনেকটাই অন্ধকার। উইকেটের ঘোমটা সরানোর সুযোগও হয়নি। সকাল ৯টার পরপর শুরু হয় টিপটিপ বৃষ্টি।
দুই দল অবশ্য সময়মমতোই চলে আসে মাঠে। গা গরমও করে নেন ক্রিকেটাররা। এরপর ঝিরঝির বৃষ্টিতেই মাঠে বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন করেন কয়েকজন ক্রিকেটার। বৃষ্টির মাত্রা একটু বাড়ার পর অবশ্য মাঠ ছাড়তে বাধ্য হন তারাও।
প্রথম দিনে এগিয়ে পাকিস্তান
প্রথম দিনের প্রথম সেশনে লড়াই জমে উঠেছিল দারুণভাবে। প্রথম ঘণ্টায় পাকিস্তান দারুণ শুরু করলেও পরে তাইজুল ইসলামের সৌজন্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বাবর আজম ও আজহার আলির জুটিতে দ্বিতীয় সেশন নিজেদের করে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা ৩৩ ওভার আগেই শেষ হওয়ার সময় এগিয়ে ছিল সফরকারী দলই।
প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৮*, বাবর ৬০*; ইবাদত ৯-১-২৮-০, খালেদ ৪-১-১৯-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।