বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ছুটির আবেদন প্রত্যাখ্যাত, ত্রিপুরায় সহকর্মীর গুলিতে দুই পুলিশ নিহত

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পর সুকান্ত দাস মধুপুর থানায় গিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলায় ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) এক জওয়ান তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে।

সকাল ৯টার দিকে রাইফেলম্যান সুকান্ত দাস নির্বিচারে গুলি চালাতে শুরু করে, এতে সুবেদার মার্কা সিং জামাতিয়া ঘটনাস্থলেই মারা যান এবং নায়েব সুবেদার কিরণ জামাতিয়া গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পর সুকান্ত দাস মধুপুর থানায় গিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, সুকান্ত ছুটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। কিন্তু তার ছুটির আবেদন প্রত্যাখ্যাত হয় এবং তাকে প্রশিক্ষণে যেতে নির্দেশ দেয়া হয়।

এদিকে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে প্রদানের ঘোষণা দিয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ