মার্কিন কংগ্রেসের সদস্য থমাস ম্যাসি স্থানীয় সময় শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে তিনিসহ পরিবারের অন্য সদস্যদের হাতে ভারি অস্ত্র দেখা যাচ্ছে। অস্ত্র হাতে হাস্যোজ্জলভাবে দেখা যাচ্ছে তাদের।
যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি স্কুলে এক শিক্ষার্থী গুলি চালালে চারজন নিহতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের মধ্যে তিনি এ ধরনের ছবি পোস্ট করলেন।
আগের সংবাদঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৩, আহত ৬
টুইটারে এক পোস্টে ওই ছবির ক্যাপশনে থমাস ম্যাসি লিখেছেন, মেরি ক্রিসমাস। দয়া করে গোলাবারুদ নিয়ে আসুন সান্তা।
এদিকে গত মঙ্গলবার স্কুলে গুলি চালানোর ঘটনায় ১ও৫ বছর বয়সী ইথান কুম্বলের মা-বাবাকে আটক করেছে মার্কিন পুলিশ। ক্রিসমাসে ছেলেকে অস্ত্র কিনতে দেওয়া এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে তাকে সতর্ক না করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
জানা গেছে, থমাস ম্যাসি রিপালিকান দলের সদস্য। তার পোস্ট করা ছবি পরিবারের সদস্যদের হাতে এম৬০ মেশিনগান, এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল এবং সাব-মেশিনগান দেখা যায়।
কিছু সেমি-অটোমেটিক অস্ত্র মেশিনগানের মতো সম্পূর্ণ অটোমেটিক অস্ত্রের মতো দেখতে। সেরকম ডিজাইনেই তৈরি করা হয়। অথচ, মার্কিন আইন অনুসারে মেশিনগানের মতো অস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: মেট্রো।