অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের আদালত। তার বিরুদ্ধে আনা সিরিজ অভিযোগের প্রথম রায় এটি। আরও রায় হলে তাকে আজীবন কারাগারেই কাটাতে হতে পারে।
তাকে প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে ভিন্নমত উসকে দেওয়া এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী সু চি একজন নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।
গত বছর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে।
এরপর থেকে সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীত, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করা এবং জনসাধারণের মধ্যে অশান্তি উসকে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।
এদিকে অভ্যুত্থানের পর থেকে দেশটিকে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।