কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আফ্রিদি ফুয়াদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিওতে তার মৃত্যু হয়।
ফুয়াদ পৌর শহরের ভৈরবপুর দক্ষিনপাড়া ফকির বাড়ির রিয়াজ আহমেদ মারুকী শাহীনের ছেলে।
জানা যায়, গত ১ ডিসেম্বর ভৈরব-কিশোরগঞ্জ সড়কের আকবর নগর এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় মোহাম্মদ আফ্রিদি ফুয়াদ। এতে মারাত্মক আহত হন তিনি। তখন থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শনিবার সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ বিষয়ে নিহতের বড় ভাই আরাফাত ভূঁইয়া বলেন, এক বছর আগে বিয়ে করেছে ফুয়াদ। সন্তান সম্ভবা স্ত্রীকে শ্বশুরবাড়ি কুলিয়ারচরে দেখতে যাচ্ছিলেন। পথে ভৈরব-আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।