বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

লোহাগাড়ায় দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু

আরও পড়ুন

লোহাগাড়ায় পাওয়ার টিলারের ধাক্কায় দেয়াল ধ্বসে পড়ে তানিশা আকতার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলিম সিকদার পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে ও ১নং বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তানিশা দুপুরে বাড়ির অদূরে দোকানে ময়দা কিনতে যায়। বাড়িতে ফেরার পথে একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির বাউন্ডারি ভেতরের দিক থেকে দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এসময় দেয়াল ধ্বসে পড়লে তানিশা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে চুনতী পুলিশ ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ