বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ছাদ থেকে পড়ে বৃদ্ধ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে দুলাল মিয়া (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার চকরাধাকানাই মেহের আলী সরকার বাড়ী মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, নিহত ওই শ্রমিক ঠিকাদার শওকত আলীর অধীনে আজ শনিবার দুপুরে উপজেলার বেড়ীবাড়ী গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজ করার সময় ছাদ থেকে পা পিছলে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিহতের প্রতিবেশী পল্লী চিকিৎসক লুৎফর রহমান জানান।

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক উপজেলা মেডিকেল অফিসার ডা: ইশি বলেন, গুরুতর অবস্থায় আমাদের কাছে নিয়ে আসলে আমরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ