১০০ ভাগ পলিস্টার সুতা আমদানির ঘোষণা দিয়ে ২৪৭ বস্তা কেমিক্যাল জাতীয় পণ্য আমদানি করেছে ময়মনসিংহের পিএনএন ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। কায়িক পরীক্ষা শেষে পণ্যের চালানটি আটক করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা।
কাস্টমস সহকারী কমিশনার শরীফ উদ্দিন জানান, চর ওই প্রতিষ্ঠান বন্ড সুবিধায় শতভাগ পলিস্টার সুতা আমদানির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী ২৫ টন ওজনের চালানটি বন্দরে আসে। যার মূল্য ৩৫ লাখ ৬৪ হাজার ৯৭১ টাকা।
গত ৬ ডিসেম্বর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের রাসেল গার্মেন্টস চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে।
গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা খালাসকালে কনটেইনারের সামনে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে ওই চালানে সুতার পরিবর্তে কেমিক্যাল আনার বিষয়টি নিশ্চিত হন।
সর্বশেষ ৯ ডিসেম্বর সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনারটি কিপ ডাউন করে শতভাগ পরীক্ষা করা হয়। যাতে ২৪৭ বস্তা কেমিক্যাল জাতীয় পণ্য পাওয়া যায়। একই সঙ্গে চালানটির সঠিক এইচএস কোড নির্ধারণে নমুনা সংগ্রহ করে কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এআইআর শাখার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, নমুনা সংগ্রহের পর কনটেইনারটিতে নতুন সিল লাগিয়ে দেওয়া হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ চালানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।