তিন টি-টোয়েন্টিতিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানের করাচিতে ওয়েস্ট ইন্ডিজ দলের তিন ক্রিকেটার ও এক স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখে সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডবিহীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তান পৌঁছেই করাচিতে কোয়ারেন্টিনে রয়েছে পুরো দল। কোয়ারেন্টিনে থাকাকালীন সময়েই কপাল পুড়ল ক্যারিবীয় দলের তিন ক্রিকেটারের।
করাচিতে পিসিআর টেস্টে করোনা ধরা পড়েছে বাঁহাতি পেসার শেল্ডন কটরেল, ব্যাটার রস্টন চেজ ও কাইল মেয়ার্সের। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ফলে পুরো সফর থেকেই ছিটকে গেল এই তিন ক্রিকেটার।
“পাকিস্তানে আমাদের আগমনের পরেই দলের চার সদস্যের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়েছে। দলের সকল ক্রিকেটার এবং স্টাফরা এখনও রুম কোয়ারেন্টিনে রয়েছেন। আমাদের প্রস্তুতিতে বড় ধাক্কা লাগলেও আত্মবিশ্বাসের সঙ্গে সফরটি চালিয়ে যেতে পারব। কারণ পাকিস্তানে আসার পূর্বেই দুটি পিসিআর টেস্ট করানো হয়েছে এবং ঐ দুটি টেস্টে নেগেটিভ এসেছে সবার।”
এমনিতেই পাকিস্তান সফরে আসেনি পোলার্ড, রাসেলরা। এরই মধ্যে কটরেল, চেজ ও মেয়ার্সের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ক্যারিবীয়দের জন্য বড় ধাক্কার। তবে সেসব ফেলে কোয়ারেন্টিন পর্ব শেষে করাচিতে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে বাকি ক্রিকেটারদের।
ক্যারিবীয়দের পাকিস্তান সফরের মিশন শুরু হবে ১৩ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু দুই দলের লড়াইটা। ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষে হলেই একদিন বিরতি দিয়ে ১৮ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে এবং শেষ ম্যাচটি হবে ২২ ডিসেম্বর। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।