বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আগাম জামিন চেয়ে আবেদন করেছেন শবনম ফারিয়া

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী জেসমিন সুলতানা।

আরও পড়ুন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী জেসমিন সুলতানা।

রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করেন আইনজীবী জেসমিন সুলতানা।

এর আগে ৯ ডিসেম্বর রাতে দেশে বহুল আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

মামলার এজাহারে বলা হয়েছে, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন। প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

এর আগে, গত ১০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে শবনম ফারিয়া বলেন, “আমি ইভ্যালিতে যুক্ত হয়েছি গত ৫ জুনে। যিনি মামলা করেছেন, তিনি উল্লেখ করেছেন, তিনি পণ্য কিনেছেন মে মাসের শুরুতে। তিনি কি আমাকে স্বপ্নে দেখে উদ্বুদ্ধ হয়ে অর্ডার দিয়ে দিয়েছেন?”

শবনম ফারিয়া বলেন, “তার (ইভ্যালির গ্রাহক) যে অভিযোগ সেটাই তো ভিত্তিহীন। কারণ, আমি তখন ওখানে (ইভ্যালি) কাজই করতাম না। তিনি আমাকে দেখে কোনোভাবেই উদ্বুদ্ধ হয়ে আসতে পারেন না।”

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। প্রমাণ সাপেক্ষে যে কোনো সময় অভিযুক্তরা গ্রেপ্তার হতে পারেন।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ