চট্টগ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে পিরোজপুরের রিয়াজ হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৫ সেপ্টেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সিরাজুল হকের মেয়ে রুমা বেগমের সঙ্গে একই এলাকার রিয়াজ হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় রিয়াজকে ১ লাখ ৪২ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও ১ লাখ টাকা দাবি করলে রুমার পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করে। পরে পোশাক কারখানায় চাকরি করার কথা বলে রুমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসেন রিয়াজ। এরপর থেকে যৌতুকের জন্য তাগাদা দিতে থাকেন তিনি। একপর্যায়ে তিনি রুমাকে মারধর শুরু করেন।
পরে ২০১৪ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার খালপাড় এলাকার বাসায় রুমাকে শ্বাসরোধে হত্যা করেন রিয়াজ। একে আত্মহত্যা বলে প্রচার চালান তিনি। এ ঘটনায় গৃহবধূর বাবা সিরাজুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, রুমাকে শ্বাসরোধে খুন করা হয়েছে।
তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৬ সালের ১০ জুলাই অভিযোগ গঠনের পর ছয়জন আদালতে সাক্ষ্য দেন। এরপর আজ আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী সিরাজুল হক বলেন, উচ্চ আদালতে যেন এ রায় বহাল থাকে।