বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নতুন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু, ২১ বছর পর মুকুট ফিরল ভারতে

আরও পড়ুন

বিশ্বের বিভিন্ন দেশের ৮০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর পর ২১ বছর বয়সী ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধুর হাত ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট ফিরল ভারতে।

রোববার মধ্যরাতে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে এ প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী হিসেবে হারনাজের নাম ঘোষণা করা হয়।

তাকে মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা।

সবশেষে ২০০০ সালে ভারতের লারা দত্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন। তার আগে ১৯৯৪ সালে প্রথমবার ভারতকে এ মুকুট এনে দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ