প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন নকলা উপজেলার এক দম্পতি।
রবিবার (১২ ডিসেম্বর) ভোর রাতে নকলা উপজেলার এক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (বর্তমানে নেত্রকোনা খালিয়াজুড়িতে কর্মরত) তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নকলা থেকে সুদুর গাজীপুর জেলায় এলিট কেয়ার হাসপাতালে। সেখানে ডাক্তার নাফিসা আক্তার মেরিনার তত্ত্বাবধানে প্রায় ৩৬ ঘণ্টা ফলোআপের পর এই গর্ভবতী মা (মাহবুব মিশু) নরমাল ডেলিভারি মাধ্যমে ১২ ডিসেম্বর রাত ৪টা সময় প্রায় ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তান জন্ম দেয়। মা মেয়ে উভয়ই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা খালিয়াজুড়ি কৃষি সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম (রাজ)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার আমিনুল ইসলাম (রাজ) বলেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মা হওয়ার আশাবাদী ছিল। আমিও সবসময় পাশে থেকে তাকে সাহস জুগিয়েছি। আল্লাহ্ আমাদের মনের আশা পূরণ করেছেন।
ডাক্তার নাফিসা আক্তার মেরিনা বলেন, সঠিক চিকিৎসার তত্ত্বাবধান, বিশ্বাস ও আস্থার মাধ্যমে অধিকাংশ গর্ভবতী নরমাল ডেলিভারি মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন। এজন্য সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।