ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় নীলফামারীর কিশোরগঞ্জে এক বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মারুফ হোসেন অন্তিক গাড়াগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে জাপার প্রার্থী ছিলেন।
সোমবার রাতে এক বার্তায় র্যাব জানায়, হত্যাকাণ্ডের প্রধান আসামী অন্তিককে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।