ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
গত মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই যুক্তরাজ্যের এ বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাচেলর অব ল’ ডিগ্রি পাওয়ার কথা জানান। ফারিয়া ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা ফেসবুক এক পোস্টে লিখেছেন, ‘আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আজ আমার ও পরিবারের জন্য আনন্দঘন একটি দিন। এ যাত্রা সফল করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই; আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য প্রার্থনা করবেন।’
জানা গেছে, ২০১৮ সালে ভর্তির চার বছর পর ‘ব্যাচেলর অব ল’-এর উপর স্নাতক সম্পন্ন করলেন ফারিয়া; আগামীতে বার কাউন্সিলের পরীক্ষার দেওয়ার পরিকল্পনা আছে তার। এই নায়িকা মনে করেন, পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সহকর্মী আর পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না।’
উল্লেখ্য, সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন ফারিয়া। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং। সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। গত রবিবার তার অংশের শুটিং শেষ হয়েছে।