বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাবেক ওসি প্রদীপ দম্পতির বিচার শুরু

আরও পড়ুন

বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে। বুধবার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ‘চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হলো। আগামী ১৭ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। এছাড়া আসামিরা জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। অভিযোগ গঠনের সময় প্রদীপ আদালতে হাজির ছিলেন। তবে তাঁর স্ত্রী চুমকি করণ পলাতক রয়েছেন।’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার দাশ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছিল গত বছরের ২৪ আগস্ট। তদন্ত শেষে গত ২৬ জুলাই দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১ সেপ্টেম্বর শুনানি হয়। বুধবার অভিযোগ গঠনের কথা ছিল। সেই তারিখ দ্বিতীয় দফা পিছিয়েছে।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদীপ দম্পতির সম্পদের দেখভাল করার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছিলেন আদালত। এই দম্পতির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া তল্লাশী চৌকিতে পুলিশের গুলিতে মারা যান সিনহা মো. রাশেদ। এ ঘটনায় সিনহার বোনের দায়ের করা মামলায় প্রদীপ গ্রেপ্তার হয়ে এখন কারাবন্দি রয়েছেন। কক্সবাজারের আদালতে হত্যা মামলার বিচার চলছে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ