বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চরমোনাই পীর পরিবারে বিরোধ: ফয়জুল করিমের ছেলের বিরুদ্ধে চাচাকে কোপানোর অভিযোগ

আরও পড়ুন

চরমোনাই পীর পরিবারের দুই পক্ষে বিরোধ দেখা দিয়েছে। গতকাল শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুহাজিদুল করিমের বিরুদ্ধে। বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ‘নলছিটি হুজুরের বাড়ির’ সামনে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আহত কাজী মামুন খানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পিরের ভাই সৈয়দ জিয়াউল করিম ভিন্নমত পোষণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত কাজী মামুন খান মুফতি ফয়জুল করিম ও চরমোনাই পীরের ফুপাতো ভাই।

আহতের মেয়ে সায়মা আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে তাঁর বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ নিয়ে পীরের ভাই চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করিম জানান, তাঁর ফুপাতো ভাই কাজী মামুন খান একজন প্রতারক। বিভিন্ন লোকজন তাঁর কাছে টাকা পান। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর অজ্ঞাতরা মোটরসাইকেলে ঝটিকা অভিযান চালিয়ে তাকে (মামুন) জখম করে পালিয়ে যায়।

জিয়াউল করীম দাবি করেন, পাওনাদাররাই কাজী মামুনের ওপর হামলা করেছে। ঘটনার সময় তার ভাতিজা মুজাহিদুল করীম তাঁর সঙ্গে মসজিদে ছিলেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন, কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ