বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাংলা সিনেমায় নাসিরুদ্দিন শাহ

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সায়েন্স ফিকশন ঘরানার ছবি ‘প্রজেক্ট অমি’তে দেখা যাবে বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।

ছবির পরিচালক অমিত আশরাফ নিজেই এ খবর নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘নাসিরুদ্দিন শাহ সিনেমার চিত্রনাট্য এবং তার চরিত্রটিকে পছন্দ করেছেন এবং আমাদের শিডিউল দিয়েছেন।’

বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক ও ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকারের প্রযোজনায় এবং কাজী প্রোডাকশনস হাউজ ও ইউকে ফর ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘প্রজেক্ট অমি’।

পরিচালক বলেন, ”আমরা আমাদের স্টুডিওকে একটি হলিউড স্টুডিওর মতো মানসম্মত রূপ দিয়েছি। থ্রিডি প্রিন্টার, লেজার কাটার, ভিআর প্রি-ভিজুয়ালাইজেশন এবং আরও অনেক কিছু ব্যবহার করেছি। আমরা নেটফ্লিক্সের ‘আই অ্যাম মাদার’ থেকে অনুপ্রেরণা নিয়েছি।”

প্রজেক্ট অমির গল্প তৈরি হয়েছে ২০৫০ সালের পটভূমিতে। জনৈক হ্যাকার ও ডিজিটাল আর্টিস্টের তৈরি ‘অমি’ নামের একটি রোবটকে ঘিরে ছবির গল্প। ছবিতে এই রোবটকে দেখা যাবে ভার্চুয়াল শত্রুদের সাথে লড়াই করতে।

এই মুহূর্তে ছবির জন্য বাংলা-ইংরেজি উভয় ভাষায় কথা বলতে দক্ষ, বিভিন্ন বয়সের বাংলাদেশি অভিনেতা খোঁজা হচ্ছে। ছবিতে হলিউডের অভিনেতাও থাকতে পারে। ২০২২ সালে সিনেমাটির শুটিং শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ