বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ওটিটিতে মুক্তি পাচ্ছে রেহানা মরিয়ম নূর

আরও পড়ুন

বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ৩০ ডিসেম্বর এটি চরকিতে মুক্তি পাবে।

এর আগে গত ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মাননা অর্জন করেছে রেহানা মরিয়ম নূর।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সিনেমাতে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার খুঁজতে থাকেন।

সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন পরিচালক নিজেই। এতে আরও অভিনয় করেছেন- আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলমসহ অনেকে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ