কলকাতায় পুরভোট (Municipal election) হয়েছিল রবিবার। মঙ্গলবার সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে শহরের ১৬ টি কেন্দ্রে।
এবার ভোটের বিজয় উৎসব নিষিদ্ধ করা হয়নি। তবে কোভিড বিধি মেনেই উৎসব করতে হবে। কলকাতায় ভোট হয়েছে ১৪৪ টি ওয়ার্ডে। ২০১৫ সালের পুরভোটে তৃণমূল জিতেছিল ১১৪ টি ওয়ার্ডে। বামফ্রন্টের দখলে ছিল ১৫ টি আসন। বিজেপির দখলে ছিল সাতটি ওয়ার্ড। কংগ্রেসের দখলে ছিল পাঁচটি। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন।
এরপরে বামেদের দু’জন তৃণমূলে যোগ দেন। একজন যান বিজেপিতে। কংগ্রেসের তিনজন যোগ দেন তৃণমূলে। অন্যান্যদের সকলেই যোগ দেন তৃণমূলে। কলকাতা পুরসভায় ১২৪ টি আসন যায় তৃণমূলের দখলে। বামফ্রন্টের দখলে থাকে ১১ টি, বিজেপির দখলে পাঁচটি এবং কংগ্রেসের দখলে দু’টি।