বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ব্যাংক ব্যবসায় সাকিব: গভর্নরের সঙ্গে সাক্ষাৎ

আরও পড়ুন

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। মাঠের মতো নিজের অবস্থান শক্তিশালী করেছেন করপোরেট জগতেও। ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানের লাইসেন্সের পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি।

সেই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাকিব সাক্ষাৎ করেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তবে কী কারণে সাকিব সাক্ষাৎ করেছেন সেটি জানাতে পারেননি তিনি।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে সাক্ষাতকালে লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় দেশের নতুন ব্যাংকই পিপলস ব্যাংকের মালিকানায় আসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন সাকিব। এসময় তার সাথে ছিলো ব্যাংকটির প্রধান উদ্যোক্তা এম এ কাশেম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে একটি ব্যাগ ও মাস্ক হাতে হাস্যেজ্জ্বল দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের সঙ্গে সাকিব ও তাঁর মা শিরিন আক্তার যুক্ত হচ্ছেন বলে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। তাঁদের দুজনকে পরিচালক পদে অন্তর্ভুক্ত করে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে নথিপত্র পাঠিয়েছে পিপলস ব্যাংক। পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা এম এ কাশেম বলেন, ‘সাকিব আগে থেকেই ব্যবসার সঙ্গে জড়িত। তাই তিনি আমাদের সঙ্গে আসতেই পারেন।’

উল্লেখ্য, নতুন ব্যাংকের লাইসেন্স পাওয়ার শর্ত হিসেবে উদ্যোক্তাদের ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন জোগানের কথা বলা হয়েছিল। আর কার্যক্রম শুরুর এক বছরের মধ্যে তা ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। অন্যদিকে উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ারের। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে। জানা গেছে, ব্যাংকটির মালিকানায় আসতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন সাকিব।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ