বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সুকেশের দেয়া কোটি টাকার উপহারগুলো আর থাকছে না নোরা-জ্যাকুলিনের কাছে

আরও পড়ুন

উপহারের মধ্যে রয়েছে বিএমডব্লিউ গাড়ি, অর্ধকোটি টাকার ঘোড়া, ৯ লাখ টাকার বিড়াল, গহনা, আইফোন ইত্যাদি

অর্থপাচারে অভিযুক্ত চন্দ্রশেখর সুকেশ ও তার স্ত্রী লিনা পলের কাছ থেকে বিপুল মূল্যের উপহার পেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহি। কিন্তু সেগুলো বাজেয়াপ্ত করতে যাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, চন্দ্রশেখর সুকেশের কাছ থেকে দামি ব্র্যান্ডের পোশাক-জুতা, ১৫ জোড়া কানের দুল, দামি ঘড়ি, ৫টি ব্যাগ, চুড়ি, ছোট চারটি পার্সি বিড়াল (প্রতিটির মূল্য ৯ লাখ রুপি), ৫২ লাখ রুপির একটি ঘোড়া, চিনামাটির তৈরি বাসনপত্র পেয়েছিলেন জ্যাকুলিন। তার মাকেও নগদ দেড় কোটি রুপি এবং পোরশে গাড়ি দিয়েছিলেন ২০০ কোটি রুপির অর্থ পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ।

এছাড়া, লঙ্কান অভিনেত্রীর বোনকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, নোরা ফাতেহিকেও একটি বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার স্ত্রী লিনা পলের কাছ থেকে একটি দামি ব্যাগ এবং আইফোনও পেয়েছিলেন এ মরোক্কান-কানাডিয়ান সুন্দরী।

চন্দ্রশেখর সুকেশ ও তার স্ত্রী অভিনেত্রী লিনা পলের কাছ থেকে পাওয়া দুই বলিউড তারকার এসব উপহার বাজেয়াপ্ত করতে যাচ্ছে ইডি। বিড়াল ও ঘোড়ার ক্ষেত্রে সেগুলোর সমমূল্যের সম্পত্তি নিয়ে নেওয়া হবে।

ইডি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময়ে নোরা এবং জ্যাকুলিন দুজনই তদন্তের প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তদন্তকারীরা যেকোনো সময় সুকেশের দেওয়া উপহারগুলো বাজেয়াপ্ত করতে পারেন বলে জানিয়েছেন দুই বলিউড তারকা।

জানা যায়, নোরা বা জ্যাকুলিনের কেউই সুকেশের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন। তদন্তকারীরা সে বিষয়ে খতিয়ে দেখার পরেই অভিযুক্তের তালিকায় তাদের নাম রাখেননি।

উল্লেখ্য, ধনাঢ্য এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে প্রতারণা করে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেছেন সুকেশ চন্দ্রশেখর নামের এক প্রতারক। তার বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি বিভাগ। সেই মামলার পরিপ্রেক্ষিতে দিল্লির ইডিতে ডাক পড়েছিল বলিউডের দুই চেনা মুখ- জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ