বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো বাংলাদেশ

আরও পড়ুন

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ৮০ মিনিটে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার আনাই মগিনি।

ম্যাচের শুরু থেকে দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা। গোলশূণ্য বিরতি থেকে ফিরে ৮০ মিনিটের মাথায় রি্পার ব্যাকহিলের পাসে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোলটি করেন আনাই মগিনি। গোলের সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। এই গোলেই টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ।

যদিও ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল পেতে পারত বাংলাদেশ। ভুল করে গ্রিপে নিতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। একেবারে গোললাইনে গিয়ে তহুরার নেয়া শট সেভ করেন ভারতের গোলরক্ষক। এরপর ২৫ মিনিটে সাইডপোস্টে লেগে ফেরত আসে বাংলাদেশের থ্রো ইন থেকে করা আক্রমণ।

বাংলাদেশের মারিয়া মাণ্ডাদের দাবি ছিল লাইন ক্রস করেছে বল। কিন্তু রেফারি জয়া চাকমা তার অবস্থানে অনড় ছিলেন। রিপ্লেতেও দেখা গেছে লাইনের ওপরেই ছিল বল।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটও পোস্টে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটেও গোলের দেখা পায় বাংলাদেশ, তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় ভেস্তে যায় গোলটি।

পুরো ৯০ মিনিটই ভারতীয় নারীরা ব্যস্ত ছিল তহুরা-রিপাদের আক্রমণ সামলাতে। শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় ১ গোলে বাংলাদেশের কাছে পরাস্ত হতে হয় তাদের।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ