চতুর্থ কোভিড টিকা দেওয়ার কথা ঘোষণা করল ইজরায়েল।
বিশ্ব জুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ার আবহে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের এই টিকা দেওয়াক কথা ঘোষণা করছে সে দেশের সরকার। ইজরায়েল সরকারের স্বাস্থ্যমন্ত্রক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার সে দেশে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তার পর তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ব্যক্তির একাধিক শারীরিক অসুস্থতা ছিল। করোনা আক্রান্ত ওই ব্যক্তি দু’সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন।
ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন দেশে ৩৪০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্য়েই আমেরিকা, জার্মানি, ইটালি, তুরস্ক, কানাডার মতো দেশগুলির নাগরিকদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অফিসে উপস্থিতি ৫০ শতাংশ করে দেওয়া হয়েছে।