বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দলীয় প্রার্থী হয়েও আমি কোণঠাসা: আইভী

আরও পড়ুন

সরকার দলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দুইজন যে যার মতো ভোট চাইবো, জনতা যাকে নির্বাচিত করে।’

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আইভী এসব কথা বলেন।

সাবেক মেয়র আইভী বলেন, ‘আমাকে সবস্তরের মানুষ পছন্দ করে। এ শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকবো—এমনটা আমি না।’

মেয়র থাকাকালীন নগরবাসীর ট্যাক্স বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা মিথ্যা কথা। ট্যাক্স বরং কম দিচ্ছে নগরবাসী। এ ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি যাতে মানুষ বলতে পারে এটা তাদের টাকায় করা।’

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ