পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১১ নং বড় মাছুয়া নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের হামলায় পুলিশ কর্মকর্তা সহ সতন্ত্র চেয়াম্যান প্রার্থী নাসির উদ্দিন হাওলাদারের ২১ সমর্থক আহত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া বট তলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে ৫ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন হাওলাদারের সমর্থকরা প্রচার কার্য চালাতে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বট নামক স্থানে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আয়শা আক্তার মুন্নির কয়েকশত সমর্থক চতুর্থ দিক থেকে ঘিরে তাদের ওপর হামলা চালায়। এ হামলায় আহতরা হলেন এ এস আই সোহেল (৪৫),কনেস্টবল সিমান্ত (২৪), আব্দুস ছালাম (২৩) রেজবী (২৬) সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক শাহজাহান (৫৫), শেফালী (৫০), নিলুফা (৫০২), আয়শা বেগম (৪৫), হেলেনা (৩৯), রুনু বেগম (৪২), সুরমা বেগম (৪৩), আছমা বেগম (৩০), বিলকিছ (৩০), শিলা (১৯), বকুল বেগম (৪৫), খাদিজা বেগম (৩০), শাহবানু (৬৫), জাহানুর (৩৫), মমতাজ (৩৩), মুন্নি বেগম (৩০), ফোরকান (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় এএসআই সোহেল ও ৩ পুলিশ সহ ২১ জন আহত হয়েছে। আহতরা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।