ঢাকার আশুলিয়ায় বাসের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর পর চালককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আনিছুর রহমান (৩৫) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বাসুরিয়া গ্রামের সাবের আলীর ছেলে।
তিনি বাইপাইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন, কাজ করতেন ডিইপিজেডের কুইং সাউথ নামের একটি পোশাক কারখানায় কাজ। কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, নাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আনিছুর। পরে পুলিশ বাস চালকে আটক করে, বাসটিও জব্দ করা হয়।
আটক গোপনাথ রাজবংশী ঢাকার দারুসসালাম থানার টোটবাড়ি এলাকার মৃত পরেশ রাজবংশীর ছেলে।
স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আসওয়াদুর।