বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সৌদি আরবে হুতি হামলায় ২ সৌদি নাগরিক নিহত: বাংলাদেশিসহ হতাহত ৯

আরও পড়ুন

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৯ জন হতাহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা দুই।

জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি হতাহতের এ তথ্য নিশ্চিত করে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) আরব নিউজও বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

খবরে বলা হয়, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় যে দুজন নিহত হয়েছেন তারা সৌদি নাগরিক। সাত আহতের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। হামলায় আহতদের ছয়জনই সৌদি নাগরিক। এতে ১২টি গাড়ি এবং দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদ।

হামলার পরপরই ইয়েমেনে হুথি যোদ্ধাদের ওপর হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া হুথিদের এ হামলার জবাবে ভবিষ্যতে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ আরো বাড়ানোর ঘোষণাও দিয়েছে জোটটি।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ