বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

করোনায় মা হারালেন অভিনেতা জায়েদ খান

আরও পড়ুন

বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আজ সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে এই অভিনেতার মা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান। তার মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান লেখেন-মা আর নেই। আজ ভোরি ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ